নারী ডেক্স: ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির সুবাদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল তিন বছর আগে, চলতি মাস থেকে সে নিষেধাজ্ঞাগুলো পুনরায় বহাল করছে ট্রাম্প প্রশাসন। এবারের নিষেধাজ্ঞায় রয়েছে সাতশরও বেশি ব্যক্তি, নৌযান, প্রতিষ্ঠান বৃহৎ ব্যংক, তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ও উড়োজাহাজ।
বিবিসি সূত্রে জানা গেছে, এসব নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হচ্ছে। হোয়াইট হাউস বলছে, এটি হতে যাচ্ছে ইরানের শাসকগোষ্ঠীর ওপর আরোপ করা ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এসব নিষেধাজ্ঞায় খুব বেশি উদ্বিগ্ন নয় তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেহরানকে ১২টি শর্ত বেধে দিয়েছেন।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ওই জেসিপিওএ চুক্তি অনুযায়ী, তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার শর্তে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।