টিয়ার গ্যাস আর বাধা-বিক্ষোভের একটি দিন শেষে পররাষ্ট্রমন্ত্রী হাশিম হিতাসিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন কসোভোর পার্লামেন্ট সদস্যরা। রাজধানী প্রিস্টিনায় প্রথম দুই ধাপের অমীমাংসিত ভোটাভুটির পর তৃতীয় ধাপে তিহাসি কোনোরকমে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পান। এর আগে পার্লামেন্ট ভবনে টিয়ার গ্যাস ছাড়ার জন্য বিরোধী দলীয় কয়েকজন এমপিকে ভোট প্রদানে নিষিদ্ধ করা হয়।
৪৭ বছর বয়সী তিহাসি একজন সাবেক গেরিলা নেতা। এর আগে তিনি কসোভোর প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালে প্রধানত জাতিগত আলবেনীয় প্রদেশ কসোভো স্বঘোষিত স্বাধীনতা ঘোষণা করলেও সার্বিয়া এবং বিশ্বের আরো অনেক দেশ তার স্বীকৃতি দেয়নি।
সূত্র:বিবিসি/ অনলাইন ডেক্স





