প্রচ্ছদ বিনোদন কান উৎসব: ১০ লাখ টাকার গহনা খোয়ালেন ব্রিটিশ অভিনেত্রী

কান উৎসব: ১০ লাখ টাকার গহনা খোয়ালেন ব্রিটিশ অভিনেত্রী

0
ছবি: সংগৃহীত।
বিনোদন ডেক্স:  ব্রিটিশ অভিনেত্রী ও মডেল জোডি টার্নার-স্মিথ। এবার ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো এসেছেন। এসেই পড়েছেন বিব্রতকর এক অভিজ্ঞতার সামনে।
কানের হোটেল রুম থেকে চুরি হয়ে গেছে তার পারিবারিক গহনা। যার মূল্য প্রায় ১০ হাজার ইউরো বা প্রায় ১০ লাখ টাকা।
টার্নার-স্মিথের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যম ভ্যারাইটিকে জানিয়েছে, শুক্রবার (৯ জুলাই) সকালে নাস্তা করার জন্য হোটেল রুম থেকে বের হয়েছিলেন ৩৪ বছর বয়সী ওই অভিনেত্রী। ফিরে এসে দেখেন, তার রুমের দরজা ভাঙা। নেই তার প্রিয় গহনাও।
এবার কানে প্রদর্শিত হচ্ছে জোডি টার্নার-স্মিথ অভিনীত ‌‘আফটার ইয়াং’। ৮ জুলাই রাতে এ ছবির প্রিমিয়ারে স্বর্ণ ও হীরার গহনা পরে অংশ নিয়েছিলেন তিনি। ধারণা করা হয়, তখনই চোরের টার্গেটে পরিণত হন তিনি।
জানা যায়, খোয়া যাওয়া জিনিসের মধ্যে ছিল মায়ের বিয়ের আংটির মতো অমূল্য বস্তুও।
ঘটনার পরপরই টার্নার-স্মিথকে ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। যতদিন তিনি কানে থাকবেন, এই নিরাপত্তা বহর তার সঙ্গে থাকবে।
সূত্র: ভ্যারাইটি