অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কার রেসার অশ্বিন সুন্দর ও তার স্ত্রী এক মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার দিনগত মধ্যরাতে ভারতের চেন্নাইয়ের পাতিনাপাক্কাম এলাকার সন্থহোম মহাসড়কে এ ঘটনা ঘটে।
অশ্বিনদের বহনকারী বিএমডব্লিউ একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। খবর এনডিটিভি ও টাইমস অব ইনডিয়ার।
২৭ বছর বয়সী অশ্বিন ২০১২ ও ১৩ সালে ভারতের জাতীয় কার রেসিং চ্যাম্পিয়ন ছিলেন।
তার স্ত্রী নিবেদিতা (২৬) একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন।
ঘটনার সময় রেসার অশ্বিন সুন্দর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি ও তার স্ত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
টাইমস অব ইনডিয়া জানিয়েছে, আদিয়ার ট্রাফিক তদন্ত দলের ইন্সপেক্টর বানিতা এবং তার টিম গাড়িটি ভেঙে এর ভেতর থেকে অশ্বিন এবং তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
পরে সরকারি রয়াপেত্তাহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাঠানো হয়।