প্রচ্ছদ কমিউনিটি সংবাদ চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত , চ্যারিটি ডিনারের মাধ্যমে...

চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত , চ্যারিটি ডিনারের মাধ্যমে দরিদ্র নারীদের জন্যে আড়াই লক্ষ্য টাকা উত্তোলন

0
ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি: ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্টানের মধ্যে দিয়ে অনুষ্টিত হলো গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এর চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের এজিএম -২০১৮ ।
এবারই প্রথমবারের মত চ্যারিটি ডিনার আর ফ্যামেলী ফ্যান ডে‘র মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
প্রায় আড়াই লক্ষ্যে টাকা চ্যারিটি ডিনারের মাধ্যমে উত্তোলন হয়েছে, যা আগামীতে সকল অর্থ বাংলাদেশের সিলেট বিভাগের ৪টি জেলার দরিদ্র নারীদের ভাগ্যে উন্নয়নের কাজে আসবে বলে জানান আয়োজকরা।
বৃটেনের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন জিএসসি । প্রতিবারের মত জিএসসি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের এজিএম ২০১৮ অনুষ্টিত হয়েছে। তবে এবার একটু ব্যতিক্রমধর্মী আয়োজনের ফলে বাংলাদেশের হত দরিদ্র নারীর ভাগ্যে উন্নয়নের প্রয়াস ছিল, সেই লক্ষ্যে নগদ প্রায় আড়াই লক্ষ্যে টাকা উত্তোলন করা হয়েছে।
গত ১৫ অক্টোবর, সােমবার নর্থওয়েলসের আভিজত্যে একটি রেষ্টেুরেন্টে সংগ?নের †চয়ারপার্সন আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্টিত বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি‘র সেন্টাল চ্যারিটি কর্ডিনেটর মনছব আলী জেপি।

সভায় বার্ষিক ও আর্থিক রির্পোট পেশ করেন জেনারেল সেক্রেটারী জসিম উদ্দিন ও সাংগঠনের ট্রেজারার কয়ছর মিয়া এবং সভায় সকলের অংশ গ্রহনে ও সর্বসম্মতিক্রমে রির্পোট পাশ করা হয়।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামছুদ্দিন আহমেদ এমবিই, কনওয়ে কান্টি বারা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আব্দুল মুকিত খাঁন, সংগঠনের সহ সভাপতি এমদাদুর রহমান মুহিত, সহ সভাপতি আব্দুস ছালাম, সহ সভাপতি আজাদ উদ্দিন,ট্রেজারার কয়ছর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজানুর রাজা, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ, প্রবাসী মুক্তিযোদ্ধা কবি সূরুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী আলতাব মিয়া সাঈদ, রাজা মিয়া, মাসুক মিয়া প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা এ ধরনের মহতি একটি অনুষ্টানে সকলের সহযোগীতা ও অংশগ্রহনকে সাধুবাদ জানিয়েছেন।
সভায় নেতৃবৃন্দরা জিএসসি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের গৌরবাজ্জল অতীত কর্মকান্ডের স্মৃতিচারণ করেন এবং আগামী দিনেও সংগঠনের অগ্রযাত্রায় অতীতের ধারাবাহিকতা বজায় রাখারও অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা সহ নর্থওয়েলসের বিভিন্ন শহরের কমিউনিটি নেতৃবৃন্দরা এদে উপস্থিত ছিলেন।
ফখরুল আলম
সাধারণ সম্পাদক, লিভারপুল বাংলা প্রেসক্লাব, ইউ.কে।
লিভারপুল।
২১-১০-২০১৮
পূর্ববর্তী নিবন্ধকবি আবুল বশর অানসারীকে আজীবন সম্মাননা পদক প্রদান
পরবর্তী নিবন্ধবিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউটের উদ্বোধন বুধবার