ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি: ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্টানের মধ্যে দিয়ে অনুষ্টিত হলো গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এর চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের এজিএম -২০১৮ ।
এবারই প্রথমবারের মত চ্যারিটি ডিনার আর ফ্যামেলী ফ্যান ডে‘র মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
প্রায় আড়াই লক্ষ্যে টাকা চ্যারিটি ডিনারের মাধ্যমে উত্তোলন হয়েছে, যা আগামীতে সকল অর্থ বাংলাদেশের সিলেট বিভাগের ৪টি জেলার দরিদ্র নারীদের ভাগ্যে উন্নয়নের কাজে আসবে বলে জানান আয়োজকরা।
বৃটেনের বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন জিএসসি । প্রতিবারের মত জিএসসি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের এজিএম ২০১৮ অনুষ্টিত হয়েছে। তবে এবার একটু ব্যতিক্রমধর্মী আয়োজনের ফলে বাংলাদেশের হত দরিদ্র নারীর ভাগ্যে উন্নয়নের প্রয়াস ছিল, সেই লক্ষ্যে নগদ প্রায় আড়াই লক্ষ্যে টাকা উত্তোলন করা হয়েছে।
গত ১৫ অক্টোবর, সােমবার নর্থওয়েলসের আভিজত্যে একটি রেষ্টেুরেন্টে সংগ?নের †চয়ারপার্সন আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্টিত বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি‘র সেন্টাল চ্যারিটি কর্ডিনেটর মনছব আলী জেপি।
সভায় বার্ষিক ও আর্থিক রির্পোট পেশ করেন জেনারেল সেক্রেটারী জসিম উদ্দিন ও সাংগঠনের ট্রেজারার কয়ছর মিয়া এবং সভায় সকলের অংশ গ্রহনে ও সর্বসম্মতিক্রমে রির্পোট পাশ করা হয়।