প্রচ্ছদ স্বাস্থ্য নিয়মিত আদা চা পান করবেন কেন?

নিয়মিত আদা চা পান করবেন কেন?

0
সুস্থ থাকার জন্য প্রতিদিন পান করতে পারেন আদা চা। পানি গরম করে আদা কুচি দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। ১০ মিনিট পর নামিয়ে ছেঁকে নিন। সামান্য ঠাণ্ডা হলে মধু মিশিয়ে পান করুন আদা চা। জেনে নিন নিয়মিত আদা চা পান করবেন কেন।

  • আদায় রয়েছে এমন কিছু উপাদান যা ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়।
  • বদহজমে নিয়মিত পান করতে পারেন আদা চা। এটি হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করবে।
  • উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আদা। এটি স্ট্রোকের সম্ভাবনা কমায়।
  • মস্তিষ্কের সুস্থতায় আদা চা পান করতে পারেন নিয়মিত।
  • গলা খুসখুস ও কাশি দূর করতে জুড়ি নেই আদা চায়ের।
  • প্রতিদিন আদা চা পান করলে কমে মাংসপেশির ব্যথা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আদা।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

পূর্ববর্তী নিবন্ধসুচিকে ফোন করে এরদোগানের উদ্বেগ ও নিন্দা
পরবর্তী নিবন্ধবিক্ষোভ মিছিল করবেন সালমান শাহ্ ভক্তরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here