প্রচ্ছদ বিনোদন ‘পদ্মাবত’ আটকাতে এবার সিনেমা হলে আগুন দেওয়ার নির্দেশ!

‘পদ্মাবত’ আটকাতে এবার সিনেমা হলে আগুন দেওয়ার নির্দেশ!

0
অনলাইন ডেক্স: পদ্মাবত নিয়ে উদ্বেগ বিতর্ক কোন কিছুই কমছে না। পদ্মাবতের মুক্তি ঠেকতে এবার ‘সিনেমা হল জ্বালিয়ে-পুড়িয়ে, ভাঙচুর করে যেভাবে হোক বন্ধ করার আদেশ দিলেন ভারতের হায়দ্রাবাদের বিজেপি এমপি রাজা সিং। হায়দ্রাবাদের শহরের একটিও হলে যাতে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিটি প্রদর্শিত হতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে এই বক্তব্য রেখেছেন রাজা সিং। তিনি বলেন, ‘পদ্মাবত’ এর প্রদর্শন বন্ধের দাবিতে আমরা যতদূর সম্ভব বিরোধিতা করেছি। আমাদের প্রতিবাদের ফলেই চার রাজ্যে এই ছবিটির প্রদর্শন বন্ধ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্ট সব উল্টে দিল।’
তিনি আরো বলেন, ‘একটা নাম বদলালেই ইতিহাস বদলে যায় না। সঞ্জয় লীলা বানশালি শুধুমাত্র ছবিটার নাম বদলে দিয়েছেন। কিন্তু স্ক্রিপ্ট একই আছে। যত রকম ভাবে সম্ভব এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রয়োজন হলে সিনেমা হলে আগুন জ্বালাতে, ভাঙচুর করতেও পিছপা হবেন না।’
গোশামাহালের এই বিজেপি এমপি বলেন যে, ছবিটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়লে তবেই এই ধরনের সিনেমা বানানো বন্ধ হবে। হায়দ্রাবাদের সব হল মালিকদেরও ‘পদ্মাবত’ না চালাতে চিঠি দিয়ে সতর্ক করেছেন তিনি। এরপরও কোনো হলে ‘পদ্মাবত’ দেখানো হলে তারা যেন ফল ভোগার জন্য প্রস্তুত থাকে, সেই হুমকিও দিয়েছেন রাজা সিং।

ইত্তেফাক