প্রচ্ছদ বিনোদন বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন

0
বিনোদন ডেক্স: আমেরিকার কান্ট্রি মিউজিকের বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবারের পক্ষ থেকে এএফপি’কে এ খবর জানানো হয়েছে।
গত ৩ এপ্রিল প্রিনির স্ত্রী ফিওনা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কান্ট্রি ও ফক মিউজিক স্টার অষ্টম দিনের মতো আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। তার ফুসফুসের সংক্রমণ রয়েছে।
জন প্রিনি তার প্রজন্মের প্রভাবশালী সংগীত রচয়িতা ছিলেন। পাঁচ দশক ধরে তিনি সংগীতে নিবেদিত ছিলেন, তাকে বলা হতো ’আমেরিকার সংগীত রচনার মার্ক টোয়েন’। বব ডিলান তার প্রিয় সংগীত রচয়িতাদের মধ্যে প্রিনির নাম উল্লেখ করেছেন।
প্রিনি ১৯৪৬ সালের ১০ অক্টোবর ইলিনয়ের মেউডে জন্মগ্রহন করেন। ১৯৬০ এর দশকে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে প্রথম এলবাম প্রকাশ পায়, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গান লিখেছেন এবং ২০০০ সালের শুরুর দিকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতির বিরোধীতা করেন।