নারী ডেক্স: বিয়ের কয়েক দিন আগেই বরের বাবা কনের মাকে নিয়ে পালিয়ে গেছেন। যে বিয়ের জন্য দু’পক্ষের প্রস্তুতি চলছিলো বেশ ধুমেধামে, সে বিয়ে ভেঙ্গে গেছে তাদের নিজ বাবা-মায়ের কারণে ।
ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বর ও কনের এনগেজমেন্ট হয়েছিলো এবং ফেব্রুয়ারিতে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন।
পেশায় ব্যবসায়ী বরের বাবা বয়স ৪৮ বছর, তিনি কনের মা (৪৬ বছর) তাকে নিয়ে পালিয়ে যান। অনেকে বলছেন, তাদের মধ্যে অনেক দিন থেকে অনৈতিক সম্পর্ক ছিল। কলেজ জীবনে তারুণ্যের দিনগুলোতে ওই বরের বাবা ও কনের মায়ের মধ্যে প্রেম ছিল। এর জেরেই দু’জনেই একে অন্যের হাতে হাত রেখে পালিয়ে যান।
এনিয়ে দুই পরিবারের অন্য সদস্যরা পড়েছেন বিব্রতকর অবস্থায়। উভয় পরিবারই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। সূত্র: ইন্ডিয়া টাইমস।