বলিউডের হট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আলোচনায় মশগুল বি-টাউন।
পরিবারতো রাজিই, এখন শুধু অপেক্ষা মিঞা-বিবির সম্মতি। এমনটাই আলোচনা সবার।
তার ওপর দীপিকাকে চমকে দিতে ভ্যালেন্টাইন ডে পালন করতে রণবীরের কানাডা উড়ে যাওয়া সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ।
গত মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজনের বাবা-মাকেই এক সঙ্গে হাসি খুশি সময় কাটাতে দেখা গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দীপিকা-রণবীরের বাড়ির লোকজনের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এই সম্পর্কে তারা বেজায় খুশি।
বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের এক বন্ধু জানিয়েছেন, এই মুহূর্তে দীপিকা ক্যারিয়ারের বেশ তুঙ্গে। এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না তিনি। ভাবা উচিতও নয়।
এর আগে রণবীর কাপুরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ বেগ পেতে হয়েছিল দীপিকাকে। নিজের ব্যক্তিগত জীবন আর প্রকাশ্যে আনার কোনোও ইচ্ছাই দীপিকার নেই।