প্রচ্ছদ বৃটেন বৃটেনে কমপক্ষে আরো তিন সপ্তাহ লকডাউন জারি থাকবে

বৃটেনে কমপক্ষে আরো তিন সপ্তাহ লকডাউন জারি থাকবে

0
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। ছবি: সংগৃহীত।
নারী ডেক্স: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকরোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আরো কমপক্ষে তিন সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে জানিয়ছেন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ মার্চ থেকে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্যে লকডাউন জারি করা হয়।
সংবাদ সম্মেলনে ডমিন রাব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ব্যবস্থা কমপক্ষে আরো তিন সপ্তাহ চলতে হবে। অবস্থা খারাপ হবে যদি আমরা এটি দ্রুত তুলে নেই।
ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৩ জন। মারা গেছেন ১৩ হাজার ৭২৯ জন।
পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় সরকার প্রদত্ত নির্দেশনাবলী মেনে চলি!
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাসে আল্লাহর উপর ভরসা : একটি নির্মোহ বিশ্লেষণ