অনলাইন ডেক্স: যুক্তরাষ্ট্র ও ইরানকে পরস্পপরের উপর হামলা বন্ধ করে দ্রুত আলোচনার বসার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় প্রতিশোধ স্বরূপ ইরান মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে মিসাইল হামলার প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়েছেন। (খবর রয়টার্স)
বুধবার কমিশনের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে উরসুলা বলেন, আলোচনার ক্ষেত্র তৈরি করতে হলে প্রথমেই পরস্পরের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে করণীয় সবকিছু করতেই প্রস্তুত আছেন বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
সংবাদ সম্মেলনের পরই উরসুলা লন্ডনে রওনা হয়েছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুটি মার্কিন ঘাটিতে ডজন খানেক মিসাইল ছোঁড়ে ইরান। ইরান দাবি করেছে তাদের হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন