প্রচ্ছদ আন্তর্জাতিক সব বয়সের নারীরা প্রবেশ করতে পারবেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের সবরিমালা মন্দিরে

সব বয়সের নারীরা প্রবেশ করতে পারবেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের সবরিমালা মন্দিরে

0
অনলাইন ডেক্স: এখন থেকে সব বয়সের নারীরাই প্রবেশ করতে পারবেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের সবরিমালা মন্দিরে। এই সুপ্রাচীন মন্দিরে নারীদের প্রবেশের উপর বিধি নিষেধ জারি ছিল। তবে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার এক রায়ে সে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের এক রায়ে বলেছে, সবরিমালা মন্দিরে প্রবেশ করতে পারবে সকল বয়সের নারীরা। রায়ের মাধ্যমে শতাব্দী পুরনো প্রথা পাল্টে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।
তবে বিচারপতি ইন্দু মালহোত্রা ভিন্ন মত পোষণ করেছেন। রায় দিয়ে প্রধান বিচারপতি জানান, ভক্তি কখনও  বৈষম্যের উপর ভিত্তি করে গঠিত হতে  পারে না । উপাসনার অধিকার সাংবিধানিক। ধার্মিক নিয়ম নারীকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
উল্লেখ্য, এছাড়া ১০ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত নারীদের জন্য নিষিদ্ধ ছিল। এখন থেকে আর সেই নিষেধাজ্ঞা রইলো না। হিন্দুদের প্রার্থনা করার জায়গা বিষয়ক নিয়ম। ১৯৬৫ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু রায়ে সুপ্রিম কোর্ট জানায়, এই নিষেধাজ্ঞা হিন্দু নারীদের ধর্ম চর্চার অধিকার লঙ্ঘন করে।
-এনডিটিভি