প্রচ্ছদ স্বাস্থ্য সেপ্টেম্বর মাস নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে

সেপ্টেম্বর মাস নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে

0
অনলাইন ডেক্স: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সারাহ গিলবার্ড জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে। বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য মিলেছে।
ব্রিটেনের ভ্যাকসিন বিষয়ে সবচেয়ে অগ্রসরমান গবেষণাগারে কর্মরত এই গবেষক জানান, তার গবেষকদল আগামী হেমন্তের মধ্যেই এ ভ্যাকসিনের প্রায় ৮০ ভাগ কাজ এগিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী।
মার্চ মাসে তিনি আশা প্রকাশ করেছিলেন, ভ্যাকসিন তৈরির কাজ ২০২০ সালের শেষ দিকে শেষ করতে পারবেন। তবে এটা এখন নিশ্চিত যে দুই সপ্তাহের মধ্যেই এ ভ‌্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সরকার ইঙ্গিত দিয়েছে, তারা ভ্যাকসিন তৈরির জন্য লাখ লাখ ডলার তহবিল সরবরাহ করবে। যাতে করে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় তাৎক্ষণিক না সরবরাহ করা যায়।
কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরি করতে ১৮ মাস সময় লাগতে পারে এমন পূর্ব ঘোষণা সত্ত্বেও তিনি বলেন, ‘সবকিছু যদি ঠিকভাবে কাজ করে, তবে সেপ্টেম্বরেই এর উৎপাদন শুরু করা যেতে পারে।’
এদিকে ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন, আসলে কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারে না যে, এটা সত্যি কাজ করবে কি না।
সূত্র : ডেইলি মেইল
পূর্ববর্তী নিবন্ধকরোনায় একজন মুসলিমের করণীয়
পরবর্তী নিবন্ধজাজ শিল্পী এললিস মার্সেইলিস করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন।