প্রচ্ছদ আরও স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি

0

আলী রেজা খান

 

স্বাধীনতা তুমি

বসন্ত দিনের কৃষ্ণ চূড়া ফুল

স্বাধীনতা তুমি

পল্লী বালার মেঘ বরন চুল

স্বাধীনতা তুমি

ভাই হারানো বোনের অগ্নি দহন জ্বালা

স্বাধীনতা তুমি

প্রিয়ার গলার লুকিয়ে যাপ্যা মালা

স্বাধীনতা তুমি

অভিসারিনীর তরে শুধু পথ চাওয়া

স্বাধীনতা তুমি

কাল-বৈশাখীর ঐ মাতাল উদাস হাওয়া

স্বাধীনতা তুমি

নব বধূর নাকের সোনার নথ

স্বাধীনতা তুমি

রক্তে ভেজা রক্তিম রাজ পথ

স্বাধীনতা তুমি

ষোড়ষীর মিস্টি মুখের হাসি

স্বাধীনতা তুমি

রাখাল ছেলের হাতের মোহন বাঁশী

স্বাধীনতা তুমি

জসিম উদ্দিনের নকশী কাথার মাঠ

স্বাধীনতা তুমি

পল্লী কবির সুজন বাঁধিয়ার ঘাট

স্বাধীনতা তুমি

রবী ঠাকুরের সোনার তরী

স্বাধীনতা তুমি

কৃষাণী মেয়ের নীল পেড়ে শাড়ী

স্বাধীনতা তুমি

মুক্তি যোদ্ধার বলিষ্ট কন্ঠ স্বর

স্বাধীনতা তুমি

নব দম্পতির পুষ্প বাসর ঘর

স্বাধীনতা তুমি

বিধবা মায়ের অস্রু ভরা চোখ

স্বাধীনতা তুমি

দুঃখিনী মায়ের বজ্র কঠিণ শোক

স্বাধীনতা তুমি

নজরুলের বেলা শেষের গান

স্বাধীনতা তুমি

ত্রিশ লক্ষ শহীদের প্রাণ

স্বাধীনতা তুমি

স্বাধীন বর্ণ মালা

স্বাধীনতা তুমি

শহীদ মিনারের ফুলের ডালা

স্বাধীনতা দিবস-২০১৬/লন্ডন

 

পূর্ববর্তী নিবন্ধ‘পরবাসী’
পরবর্তী নিবন্ধFirst ever British Bengali film festival

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here