নারী ডেক্স, লন্ডন: ৫ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার পূর্ব লন্ডনের নিউ রোডস্থ মিলেনিয়ামে গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির এক সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় আগামী ২২ ই সেপ্টেম্বর ২০১৯ রবিবার ইস্ট লন্ডনের নিউহাম লেজার সেন্টারে লন্ডনে গোলাপগঞ্জ থানার ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল করার জন্য একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়াকে সভাপতি করে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটির অন্যান সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল , আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, সুলতান হায়দার (জসিম), শফিক আবদুল্লাহ, সুলতান এমদাদ, শাকিল রহমান, সরওয়ার হোসেন, রুহুল আলম, লুৎফুর রহমান, হাসনু, আলতাফ হোসেন, জুনেদ আহমেদ ও শামীম আহমেদ l
এই টুর্নামেন্টে অতিথি হিসেবে ইউকে-তে বসবাসরত গোলাপগঞ্জ এলাকা থেকে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করে সম্মানিত করা হবে। যুক্তরাজ্যে বসবাসরত শুধু গোলাপগঞ্জের খেলোয়াররা এই টুর্নামেন্ট অংশ গ্রহণ করতে পারবেন l
.
খেলা তিন ক্যাটারগরিতে অনুষ্ঠিত হবে।
Category 1. C.C
A&D-minus. B&D. C&C. C+plus&D+plus
Time 1:30pm sharp
Category 2. D.D
D&D. D+plus& D-minus
Time 1:00pm sharp
Category 3. D-minus
Only passionate level
D-minus & D-minus
Time 11:30am sharp
Prize for all category
WINNER …………£250 and trophy
Runner up ………£150 and trophy
3rd prize.
প্রয়োজনে পরিবর্তন ও করা হবে, প্রতি টিমের জন্য ফী হিসাবে ৫০ পাউন্ড ধার্য করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে প্রতি খেলোয়াড়কে একটি করে জার্সি প্রদান করা হবে আগ্রহী খেলোয়াড়গণ ফী-সহ টিমের নাম রেজেস্ট্রেশন করার জন্য আহবান করা হচ্ছে।