বিনোদন ডেক্স: করোনার মতো মহামারীর মধ্যেও নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪ নারী স্বাস্থ্যকর্মীকে উপহার দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উপহার হিসাবে এই ৪ নারী স্বাস্থ্যকর্মীকে ১ লক্ষ ডলার দিয়েছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি BON V!V Spiked Seltzer নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সংস্থাটির সঙ্গে হাত মিলিয়েই প্রিয়াঙ্কা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামের অনুসরণকারীদেরই এই যুদ্ধজয়ী মহিলাদের নির্বাচিত করার কথা বলেন। এরপরই নির্বাচিত যুদ্ধজয়ী ৪ নারী স্বাস্থ্যকর্মীর নাম ঘোষণা করেন পিগি চপস নিজেই। সেই সঙ্গে জানান তাদের জীবনের গল্প।
প্রিয়াঙ্কা যে ৪ নারীকে উপহার দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন এমিলি। যিনি হলেন একজন নার্স। এমিলি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করে চলেছেন নিঃস্বার্থভাবে। এমনকি যাতে তার পরিবারের লোকজন কোনওভাবে আক্রান্ত না হন, সেকারণে নিজের পরিবার থেকেও দূরে রয়েছেন।
দ্বিতীয়জন হলেন জো। যিনি এই প্রতিকূল পরিস্থিতিতেও রোগীদের দেখাশোনা করছেন।
তৃতীয় জন হলেন জয়া। যিনি একজন ভারতীয় নারী। যিনি নিজের টাকায় মাস্ক কিনে স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণ করছেন।
চতুর্থ জন হলেন জনি। যিনি ‘ফিডিং হিরোজ’ হ্যাজট্যাগ চালু করেন এবং স্বাস্থ্যকর্মীদের খাবারের ব্যবস্থা করেন।