প্রচ্ছদ নারী সংবাদ ৫০ বছরের ইতিহাসে মিস এশিয়া মুসলিম তরুণী

৫০ বছরের ইতিহাসে মিস এশিয়া মুসলিম তরুণী

0
অনলাইন ডেক্স: ‘মিস এশিয়া প্যাসিফিক’ প্রতিযোগিতায় মুকুট জয় করলেন ফিলিপাইনের এক মুসলিম তরুণী। তার নাম শরিফা আরেফ মো. ওমর আকিল। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ফিলিপাইনের কোন মুসলিম তরুণী মুকুট জয় করলেন।
রানারআপ সুন্দরীদের সঙ্গে শরিফা আকিল। ছবি: ফিলস্টার
গত ৪ অক্টোবর ম্যানিলায় অনুষ্ঠিত ২০১৮-এর এই প্রতিযোগিতায় ৫৫ দেশের ৫৫ জন সুন্দরী অংশ নেয়। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিলেটের সন্তান মিস মারজানা চৌধুরী। শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে ‘মিস বাংলাদেশ’ হিসেবে অংশ নেন। এতে ২০তম স্থান দখল করেছেন তিনি। মারজানা নিউইয়র্কের বাসিন্দা।
এদিকে ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ব্রাজিল সুন্দরী গেব্রিয়েলা পালমা। দ্বিতীয় রানারআপ হন কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ। আর মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক হয়েছেন তৃতীয়। চতুর্থ রানারআপের মুকুট জিতে নেন ভেনিজুয়েলার সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা।

কৃতজ্ঞতায়: ইত্তেফাক

পূর্ববর্তী নিবন্ধজনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
পরবর্তী নিবন্ধশুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা