প্রচ্ছদ কমিউনিটি সংবাদ অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার আহব্বানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস...

অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার আহব্বানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করলো যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখা।

0
ফখরুল আলম: বঙ্গবন্ধুর নেতৃত্বে জন্ম নেওয়া বাংলাদেশ বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনার বিচক্ষনতায় দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় কােন অশুভ শক্তিই বাধাঁগ্রস্থ করতে পারবে না। এ অগ্রযাত্রা রুদ্ধ করতে মৌলবাদী চক্র দেশ বিদেশে বিষবাষ্প ছড়াচ্ছে। তা এখনই সকল দেশপ্রেমীরা সজাগ থেকে সেই অপশক্তির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তােলতে হবে বলে জানান চেশিয়ার এন্ড নর্থওয়েলস আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিজয় উৎসবের আলোচনা সভায় নেতৃবৃন্দরা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং আগামী প্রজন্মে কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকলের কাছে তােলে ধরার ও অনুরোধ জানান।
গত সােমবার নর্থওয়েলস এর র্রিল শহরের ইউলিংটন কমিউনিটি সেন্টারের মহান বিজয় দিবসের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মােস্তাকিম আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর নুর শাহিন ।
সভা শুরুতেই সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা সহ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত আমার সােনার বাংলা পরিবেশিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখার সহ সভাপতি এটিএম লােকমান ,আজাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহানুর রাজা, ব্যাংগর ইসলামী সেন্টার এন্ড মসজিদের সভাপতি আলতাব মিয়া ছায়েদ, মানিকুর রহমান, সুরুজ্জামান চৌধুরী, ইমরুল হক হিরক, রেজাউল ইসলাম রাজা প্রমুখ।
সভায় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রবাসী মুক্তিযোদ্ধা কবি সুরুজ্জামান চৌধুরী ও আব্দুর নুর শাহিন ।
সভায় চেস্টার, ব্যাংগর, কনওয়ে, ম্যানচেষ্টার, লিভারপুল, মার্সিসাইড, উইরাল, ওয়েলস সহ বিভিন্ন শহরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লিভারপুল প্রতিনিধি।
১৯-১২-১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here