বিনোদন ডেক্স: অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস ৩৯৫ জনকে একবছর মেয়াদে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এ তালিকায় আছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অস্কার পুরস্কারের ক্ষেত্রে ভোট দিতে পারবেন তিনি। একইসঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তে মত প্রকাশ করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অস্কারের অফিসিয়াল অ্যাকাউন্টে আজ নতুন সদস্যদের তালিকা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমাদের নতুন সদস্যদের নাম জানানোর পালা!’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহানি’ এবং ২০১৭ সালের ছবি ‘তুমহারি সুলু’ বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ। অস্কার কমিটির আমন্ত্রণে এগুলোর কথা উল্লেখ করা হয়েছে। ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর ‘দ্য ডার্টি পিকচার’ ছবির প্রযোজক শোভা কাপুর ডাক পেয়েছেন অস্কারে। ‘উড়তা পাঞ্জাব তার প্রযোজিত আরেকটি আলোচিত ছবি।
শোভা কাপুরের মেয়ে একতা কাপুর অস্কারের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’ (২০১০) এবং ‘ড্রিমগার্ল’ (২০১৯) ছবি দুটির কথা উল্লেখ করেছে অস্কার কর্তৃপক্ষ। ভারত থেকে এবার এই তিনজন আমন্ত্রণ পেয়েছেন।