দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল নিয়ে এলো মিউজিক স্ট্রিমিং সার্ভিস। চলতি মাসের ৩০ তারিখ থেকে চালু হবে অ্যাপল মিউজিক নামের এই স্ট্রিমিং সেবাটি।
অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে গুনতে হবে ৯.৯৯ ডলার, সাথে পাওয়া যাবে ৩ মাসের ট্রায়াল অফার। তবে ফ্যামিলি প্যাক সাবস্ক্রিপশন নেওয়া যাবে মাসিক ১৪.৯৯ ডলারের বিনিময়ে যা ব্যবহার করতে পারবেন ৬ জন।
অ্যাপল মিউজিকে আরও থাকছে বিটস ১ নামের একটি গ্লোবাল রেডিও যার সম্প্রচার হবে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং লন্ডন থেকে। খবর, আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি এতে গান শোনার ব্যবস্থা তো থাকবেই।
শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনের জন্যও পাওয়া যাবে অ্যাপল মিউজিক অ্যাপ।