প্রচ্ছদ আন্তর্জাতিক আইএস শেষ হয়ে গেছে, ইরানের প্রেসিডেন্ট

আইএস শেষ হয়ে গেছে, ইরানের প্রেসিডেন্ট

0
অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসলামিক স্টেট ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।
ইরানের রেভ্যুলশনারি গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি দেশটির শীর্ষ ধর্মীয় নেতার কাছে পাঠানো বার্তাতেও আইএস শেষ হয়েছে বলে ঘোষণা করেন। সেই বার্তা রেভ্যুলশনারি গার্ডের বার্তা সংস্থা সেপাহ নিউজে প্রকাশ করা হয়েছে। সুলাইমানি ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী ইরানের কুর্দি যোদ্ধাদের কমান্ডার। যুদ্ধক্ষেত্রে তার ছবি ও ভিডিও নিয়মিত ইরানের গণমাধ্যমে প্রকাশিত হয়।
 গত সপ্তাহে সিরিয়ার আলবু কামাল যুদ্ধক্ষেত্রে তোলা সুলাইমানির ছবি ইরানের গণমাধ্যমে প্রকাশিত হয়। সুলাইমানি মঙ্গলবার বলেন, এই অঞ্চলে এটাই ছিল আইএস নিয়ন্ত্রিত শেষ অঞ্চল। সিরিয়ায় বাশার আল আসাদ ও ইরাকের কেন্দ্রীয় সরকারের সমর্থনে সেখানে লড়াই করে আসছে ইরানের প্রভাবশালী রেভ্যুলশনারি গার্ড। সিরিয়া ও ইরাকে তাদের জ্যেষ্ঠ কমান্ডারসহ হাজারো সেনাসদস্য নিহত হয়েছে।
-রয়টার্স।