সরওয়ার-ই আলম: গাজায় ইসরায়েলি সামরিক হামলার প্রতিবাদে সারাবিশ্ব যখন সোচ্চার, তখন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলা ততদিন অব্যাহত থাকবে যতদিন তারা মনে করবেন এর প্রয়োজনীয়তা রয়েছে।তাঁর এই বক্তব্যের পর প্রশ্ন জাগে— তবে কী ইসরায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজের শক্তির জানান দিচ্ছে?
জাতিসংঘের মহাসচিব অনতিবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাকে বিন্দুমাত্র আমলে নিচ্ছেন না ইসরায়েলি প্রশাসন। এদিকে প্যালেস্টাইনের নিরীহ জনগণের ওপর অষ্টম দিনের মত ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।এই হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দফায় দফায় বৈঠকের পরও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেণ্ট জো বাইডেন, যাকে নির্বাচনের আগে বিশ্ববাসী অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী একজন মানবিক মানুষ হিসেবে মনে করে আসছিল তিনি সামরিক হামলার নিন্দা না করে বিশ্ববাসীকে হতাশ করে দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে’। তাঁর এ বক্তব্য যেন ইসরায়েলি সামরিক হামলাকে আরেকদফা বৈধতা দিল। এতে হতাশ খোদ ডেমোক্র্যাট রাজনীতিবিদরাও।