অনলাইন ডেস্ক:ইয়েমেন উপকূলের অদূরে সোমালি শরণার্থীবাহী একটি নৌকায় হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ কথা জানিয়েছে।
আইওএম আরো জানায়, দেশটির বাব-আল-মেন্দেবের কাছে ওই জাহাজ হামলায় নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌযানটিতে থাকা অনেকের কাছেই ইউএনএইচসিআর ইস্যুকৃত বৈধ পরিচয়পত্র ছিল।
আইওএম জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৮০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌযানটি কোত্থেকে রওয়ানা দিয়েছিল এবং কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। এছাড়া কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কেও কোন তথ্য মেলেনি।
এর আগে শুক্রবার পৃথক ঘটনায় ইয়েমেনের সেনা ঘাঁটিতে একটি মসজিদে হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির সরকারী কর্মকর্তারা বলেন, মারিবের পশ্চিমে কোফাল সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।