প্রচ্ছদ বাংলাদেশ খালেদাকে ২৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ

খালেদাকে ২৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ

0
নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের ১০টি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আগামী ২৭ ফেব্রুয়ারি এসব মামলায় হাজির না হলে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

পরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

১০ মামলার মধ্যে দারুস সালাম থানার নাশকতার আট মামলা, যাত্রাবাড়ীর একটি বিস্ফোরক মামলা এবং আইনজীবী মমতাজউদ্দিন মেহেদির করা একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে।

এসব মামলায় এ পর্যন্ত চারবার অভিযোগ গঠনের শুনানি পেছানো হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here