প্রচ্ছদ আন্তর্জাতিক ট্রাম্পের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন মাস্ক

ট্রাম্পের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন মাস্ক

0

রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে যোগ দিচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার (৫ অক্টোবর) পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই জনসভার আয়োজন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্টকে এখানেই হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক জানিয়েছেন, ‘সমর্থন দিতে আমি সেখানে থাকব!স্পেস এক্স ও টেসলার মালিক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বলে শুক্রবার ট্রাম্প শিবির নিশ্চিত করেছে।

শনিবারের জনসভা শহরের ঠিক আগের স্থানেই অনুষ্ঠিত হবে যেখানে আততায়ীর গুলি ট্রাম্পের ডান কানে আঘাত করেছিল। হামলায় রিপাবলিকান সমর্থক কোরি কমপেরাটোর নিহত হন। এছাড়া গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

ট্রাম্পকে সমর্থন জানানোর পর এই প্রথম তার কোনও সমাবেশে উপস্থিত হতে চলেছেন মাস্ক। জুলাইতে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই মাস্ক এক্স-এ লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

কমপেরাটোর পরিবারের সদস্যসহ জুলাই জনসভায় উপস্থিত থাকা বেশ কয়েকজন সমর্থকও শনিবার অংশ নিতে যাচ্ছেন বলে রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হয়েছে।

ট্রাম্প শিবির আরও জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স, ট্রাম্পের ছেলে এরিক ও পুত্রবধু লারা ট্রাম্প এবং পেনসিলভেনিয়ার একাধিক শেরিফ ও আইনপ্রণেতা।