১১ বছর আগে আগরি প্রদেশে ইয়াজিজি বাধ তৈরি করা হলে প্রদেশের বাশচাভুশ গ্রামটি পানিতে তলিয়ে যায়। তবে গ্রামটির উঁচু উঁচু ভবন সক্ষম হয় পানির উপর মাথা জাগিয়ে রাখতে। যা অনন্য এক দৃশ্য তৈরি করেছে।
এই বছর তীব্র শীত ও ভারি তুষারপাতে ইয়াজিজি বাধের লেক বরফে জমে গিয়েছে। বরফের ফাঁক থেকে লেকের পানিতে তলিয়ে থাকা গ্রামটির উঁচু বাড়ি ও মসজিদের মিনার সায়েন্স ফিকশনের কল্পনার জগতের দৃশ্য তৈরি করেছে।
বিরল এই দৃশ্য দেখার ও তা ক্যামেরায় ধারণের জন্য ওই অঞ্চলে আসছেন পর্যটক ও আলোকচিত্রীরা। তারা বিশেষভাবে লেকের বরফের ফাঁক থেকে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা গ্রামটির মসজিদের মিনারের চিত্র ধারণ করতেই বেশি আগ্রহী।
এই বছর তুরস্কের বিশাল অংশে তীব্র শীতের সাথে সাথে ভারি তুষারপাত হয়েছে। এরফলে অনেক স্থানেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ