–মিশকাত চৌধুরী
তোমায় দেব বলে কত যে চিঠি লিখেছি
সেদিনের সে দিয়াশলাইয়ের কাঠিই বলতে পারবে
তোমায় ভেবে কত যে ভিজেছি সে কেবল
আমায় ছুঁয়ে যাওয়া বৃষ্টির ফোটারাই জানে
তোমার নামের কত লোককে দেখতে গিয়েছি
সে কেবল সেদিনের সেই কেডস জুতোই বলতে পারবে
তোমার সাথে সময় কাটানোর কথা চিন্তা করে কত বিকেল পার করেছি
সে কেবল বারান্দার ঐ দোলনাই জানে
তোমার সেই ফেলে যাওয়া দিনগুলোকে
খুঁজেছি কেবল খুঁজেছি সে কেবল আমার মনই বলতে পারবে
আশপাশের কেউ তার খবরও রাখে নি
সেখানে কেবল আমি আর আমার ভাবনা
মিলেমিশে একাকার
সে পেয়ে হারানোর ব্যথা নয়
সে না পাওয়ার বেদনায় ভরপুর
সে বেদনাতে কেবল কষ্ট আছে
রেখে যাবার কোন স্মৃতি নেই
নেই কোন বাঁধনের দাগ
সে কেবল আছে, আমারই মনের মাঝে
আছে কেবল নিভৃতে নির্জনে সংগোপনে