অনলাইন ডেক্স: বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বাকিমহ্যাম প্যালেস এক বিবৃতে এ তথ্য জানায়।
বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পূর্বসতর্কতা’ মূলক হিসেবে প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে প্রিন্স ফিলিপকে নরফোকের রানির সান্দ্রিংহাম এস্টেট থেকে লন্ডনে কিং এডওয়ার্ড ভি২ হাসপাতাল নেয়া হয়। তাকে কোন এ্যাম্বুলেন্সে করে নেয়া হয়নি। এছাড়া তাঁকে হাসপাতালে নেয়া ছিল পূর্বপরিকল্পিত।
বিবিসির রয়্যাল করেসপন্ডেন্ট নিকোলাস উইতসেল বলেন, প্রিন্স ফিলিপ হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে কয়েকদিন তাকে রাখা হতে পারে।
বাকিমহ্যাম প্যালেসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স ফিলিপের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর (প্রিন্স ফিলিপ) পূর্বের শারীরিক অবস্থা সম্পর্কিত পর্যবেক্ষণ এবং চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়।