প্রচ্ছদ তথ্য-প্রযুক্তি ফ্রিডম ২৫১ : নামমাত্র দামের স্মার্টফোন

ফ্রিডম ২৫১ : নামমাত্র দামের স্মার্টফোন

0
নামমাত্র দামের একটি স্মার্টফোন এসেছে ভারতের বাজারে। ফোনটির মডেল ফ্রিডম ২৫১। ডিভাইসটি তৈরি করেছে রিংগিং বেলস নামের একটি হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান।
আজ বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ফোনটি উদ্বোধন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া ক্ষমতায়নের লক্ষ্যমাত্রার অংশ হিসেবেই এ ফোন আনা হয়েছে।
ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭৪ টাকা।
গত বছরই ভারতে কাজ শুরু করে রিংগিং বেলস। দুই হাজার ৯৯৯ রুপিতে ফোরজি স্মার্টফোন নিয়ে এসেছে ওই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আরো দুটি ফিচার ফোন আছে বাজারে।
এর আগে চলতি বছরের শুরুতে মাত্র ৪৪ ডলারে চতুর্থ প্রজন্মের (৪জি) হ্যান্ডসেট ছেড়ে শিরোনামে আসে রিংগিং বেল। ৫ ইঞ্চি পর্দার স্মার্ট ১০১ নামে ওই হ্যান্ডসেটের প্রসেসর ১.৩ গিগাহার্জ, র‍্যাম ১ গিগাবাইট।
এই ফোনটি শুধুমাত্র ভারতীয়দের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। রিংগিং বেল জানিয়েছে, সাশ্রয়ী দামের এই স্মার্টফোনটি বিপুল পরিমানে তৈরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here