প্রচ্ছদ আন্তর্জাতিক বিশ্বে ২৫৯ জন সাংবাদিক কারাগারে বন্দি

বিশ্বে ২৫৯ জন সাংবাদিক কারাগারে বন্দি

0
অনলাইন ডেস্ক :এ বছর বিশ্বব্যাপী ২৫৯ জন সাংবাদিককে কারাগারে বন্দি করা হয়েছে। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বাংলাদেশের একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্লিটজ সম্পাদক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর কারান্তরীণ থাকার কথা  উল্লেখ করা হয়।

১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থার হাতে গ্রেফতার সাংবাদিকদের সংখ্যা উঠে এসেছে প্রতিবেদনে।

প্রতিবেদনে সাংবাদিক নির্যাতনের ঘটনা ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পরবর্তী সময়ে তুরস্কে সবচেয়ে বেশি হচ্ছে বলে জানানো হয়। এছাড়াও পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে তুরস্কে এ পর্যন্ত ৮১ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে। আর চীনে ১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৩৮ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়।

সিপিজের হিসাবে গত বছর এই সময়ে বিশ্বজুড়ে ১৯৯ জন সাংবাদিককে কারাবন্দি করা হয়েছিল। ১৯৯০ সাল থেকে তারা এই তথ্য সংগ্রহ করছেন। এর মধ্যে এবারই কারান্তরীণ সাংবাদিকের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেইজিং সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবাদ ও মানবাধিকার লংঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনকারী সাংবাদিকদের ওপর শক্তিপ্রয়োগ বাড়িয়েছে।

এ বছর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ২৫ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন মিশরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here