ব্রিটেনে ৮০ ঊর্ধ্ব বয়সীদের এক তৃতীয়াংশেরও বেশি করোনার বুস্টার ডোজ নিয়েছেন। কোভিড প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়ার পর তারা বুস্টার ডোজ নেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)।
স্বাস্থ্য সেবার পরিসংখ্যান অনুযায়ী, আশি বছরের উপরের প্রায় ২৭ লাখ নাগরিক বুস্টার ডোজ নিতে সক্ষম হয়েছেন। করোনা থেকে বয়স্কদের ঝুঁকি মোকাবিলায় সামনে বুস্টার ডোজের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা দেশটির সরকারের।
ভ্যাকসিনের তৃতীয় ডোজকে বলা হচ্ছে ‘বুস্টার’, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম।
এনএইচএস বলছে, ব্রিটেনে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ১৮ শতাংশ বুস্টার ডোজের আওতায় এসেছেন। আর ৭০-৭৪ বছর বয়সীদের ৮ শতাংশ নিয়েছেন।
দেশটির প্রধান নার্সিং কর্মকর্তা রুথ মে বলেন, ‘এটি খুবই চমৎকার যে মানুষ নিজেদের সুরক্ষায় বুস্টার ডোজ নিচ্ছেন’।