প্রচ্ছদ আন্তর্জাতিক ভারতে একযোগে ৫ মন্ত্রীর পদত্যাগনারী ডেক্স:

ভারতে একযোগে ৫ মন্ত্রীর পদত্যাগনারী ডেক্স:

0

নারী ডেক্স: ভারতে মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে একযোগে ৫ মন্ত্রী পদত্যাগ করেছেন।

মন্ত্রীসভায় রদবদলের জন্যই বৃহস্পতিবার ওই ৫ মন্ত্রীর পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

শনিবার আরো কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পানি সম্পদমন্ত্রী উমা ভারতী এবং স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী রাজীব প্রতাপ রুডি পদত্যাগ করেন।

এর আগে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংসহ সঞ্জীব বলিয়ান, গিরিরাজ সিংহ তাদের পদত্যাগপত্র জমা দেন।

শনিবার আরও কয়েক মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মোদির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা লাভের লক্ষ্যে এ রদবদল করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এসব মন্ত্রীর পদত্যাগের পরে বিজেপির সভাপতি অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে সিনিয়র মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। পরে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত করেন।

– এনডিটিভির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here