প্রবাসে বসবাসরত ৭০-৮০’র দশকের সাবেক ছাত্রনেতারা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘মাহমুদুর রহমান মান্না চাকসু’র সাবেক জিএস, ডাকসু’র ইতিহাসে রেকর্ড দুইবারের ভিপি, ছাত্ররাজনীতির কিংবদন্তী, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক এবং একজন সুপরিচিত রাজনীতিবিদ।’
‘কলাম লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, গণমানুষের কণ্ঠস্বর মান্নার গণতান্ত্রিক রাজনীতি চর্চায় আপোষহীন ভূমিকার কথা কারো অজানা নয়। তাকে আটক করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। অসুস্থ মান্নার সুচিকিৎসার ব্যবস্থা না করায় দেশবাসী উদ্বিগ্ন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দীর্ঘ ১ বছর বিনা বিচারে, বিনা চিকিৎসায় মান্না কারাগারে আটক রয়েছেন। তাকে ডিভিশন দেয়া হয়নি এমনকি জামিনও দেয়া হচ্ছে না।’
বিবৃতিদাতারা হলেন আবু আহমেদ খিজির (লন্ডন), আনোয়ার হোসেন মুকুল, ব্যারিস্টার কামরুল হাফিজ (কানাডা), শাহাবুদ্দিন, আহসান জাহিদুল, মো. সাহাবুদ্দিন (নিউইয়র্ক), সৈয়দ আব্দুল মাবুদ, দেওয়ান আব্দুর রব, ডাক্তার গিয়াসুদ্দিন, নাজিম চৌধুরী, সৈয়দ শাহ সেলিম আহমেদ (লন্ডন), মনসুর চৌধুরী, শেখ শাদী রহমত উল্লাহ (ফ্রান্স), কাজী আসাদুজ্জামান, জসিম উদ্দিন (সুইজারল্যান্ড) হাবিব বাবুল, হারুনুর রশিদ (জার্মানি), নাজির খসরু (ইতালি) প্রমুখ।