জহিরুল রাসেল- লন্ডন প্রবাসী বাংলাদেশী। সংস্কৃতমনা অতি সজ্জন একজন। লেখালেখি শখের বশে। বেতার বাংলা ১৫০৩তে আমি ও সে নামের একটি অনুষ্ঠান ফারজানা ফেরদৌসীর সাথে যৌথভাবে উপস্থাপন করে থাকেন। প্রবাসে থাকলে দেশে থাকা মায়ের জন্য মন কাঁধে। মাঝে মধ্যে উদাস হয়ে যান। ফিরে যান মায়ের স্মৃতিতে-হাতড়িয়ে বেড়ান মাকে।
“মা”
জহিরুল রাসেল
সকল দুঃখ তুচ্ছ হয় “মা”
যখন তোমায় দেখি-
পাহাড় সমো কষ্ট গুলো
নিমিষেই শীতল নদী
কষ্ট বুকে নিয়েও মাগো
আছি-বলো ভালো!
সর্বদাই তোমার হাসি মুখ-
সুর্যের মতো আলো
ছোটোবেলায় মুখে যখন “মা”
খাবার তুলে দিতে..
সর্ব স্মৃতি এখন আমার-
মানষপটে ভাসে
তোমার তুলনা তুমিই মাগো
আর তো কেহ নাই!
তোমার অভাব তুমি ছাড়া-
পূরণ হবার নয়!
সাগর সমো মায়া তোমার-
আকাশ সমো আদর-
যতদুরে থাকো না “মা”
সর্বদাই মনের ভেতর..
ডিসেম্বর-২০১৫
নারী/কবিতা/মা/জহির/লন্ডন/জানুয়ারি/২০১৬