প্রচ্ছদ বাংলাদেশ মূল নথি তলব চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

মূল নথি তলব চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

0

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার মূল নথি তলব চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে এই মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে ২০০৮ সালে দুদকে দাখিল করা তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনও তলবের জন্য আবেদন দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশন বেঞ্চে এই দুটি আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল মঙ্গলবার হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে আবেদন দুটি দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে কয়লা খনি মামলাটি তদন্ত করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মনিরুল হক। ওই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দুদকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ওই প্রতিবেদন বাতিল করে পুনরায় দুদক তদন্ত করে চার্জশিট দাখিল করে। এজন্য আমরা অব্যাহতি দেয়ার চূড়ান্ত প্রতিবেদন তলব চেয়ে আবেদন করেছি। পাশাপাশি নিম্ন আদালত থেকে মামলার মূল নথি হাইকোর্টে তলবের জন্যও আরেকটি আবেদন দেয়া হয়েছে।

 প্রসঙ্গত ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে আদালত। বর্তমানে ওই রুলের ওপর শুনানি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here