রক অ্যান্ড রোল তারকা চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি আর নেই। শনিবার আমেরিকার সেন্ট চার্লস শহরের কাছে মিসৌরিতে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০।
চাক বেরি নামেই তিনি সুপরিচিত ছিলেন। ১৯৫০–৬০ এর দশকে ‘সুইট লিটল সিক্সটিন’, ‘রোলওভার বিঠোফেন’, ‘ইউ ক্যান নেভার টেল’, ‘জনি বি গুডি’–এর মতো গান রক অ্যান্ড রোল দুনিয়ায় একটা নতুন পরিচয় দিয়েছিল চাক বেরিকে।
মিসৌরির পুলিশ সোশ্যাল মিডিয়ায় চাক বেরির মৃত্যুর কথা ঘোষণা করেছে। পরলোকগত সঙ্গীতশিল্পীর পরিবারের লোকেরা বিনা আড়ম্বরে তার শেষকৃত্য সম্পন্ন করতে চাইছেন। তাদের যাতে বিব্রত না করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।
১৯৫৯ সালে একটি ঘটনায় জড়িয়ে পড়ায় দেড় বছর জেল খাটতে হয়েছিল চাক বেরিকে। দীর্ঘ সঙ্গীতজীবনে একাধিক পুরস্কার পেয়েছেন বেরি। গত বছরই তিনি ৯০ তম জন্মদিন পালন করেন। বেশ সুস্থই ছিলেন। কিন্তু শনিবার আচমকা চলে গেলেন বেরি।
বিটলসের প্রাক্তন ড্রামার রিঙ্গো স্টার বলেছেন, ‘চাক বেরিকে সশ্রদ্ধ প্রণাম।’ লেখক স্টিফেন কিং বলেছেন, ‘খবরটা শুনে হৃদয় ভেঙে গেল।’