লুনা খোরশেদ:খাসির মাংস কমবেশি সবারই পছন্দ। বাড়িতে মেহমান এলে অথবা ঈদে খাসির মাংস দিয়ে আমরা বাহারি পদ তৈরি করে থাকি। খাসির মাংস দিয়ে নতুন কোন পদ তৈরির কথা চিন্তা কররে আস্ত রসুন দিয়ে খাসির মাংস রেঁধে দেখুন। খুবই মজাদার পদটি একবার খেলে মুলে লেগে থাকবে সবসময়। আস্ত রসুন দেওয়ার কারণে এই মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুন। চাইলে গরুর মাংসেও আস্ত রসুন ব্যবহার করতে পারেন।
উপকরণ: খাসির মাংস ১ কেজি, আস্ত মাঝারি আকারের রসুন ১০-১২টি, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, সাদা এলাচ ৫-৬টি, কালো এলাচ ২টি, দারুচিনি ৫-৬ টুকরো, তেল ১ কাপ, জিরার গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ আধা টেবিল চামচ ও, কাঁচা মরিচ ৮-১০টি
কি ভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি গভীর প্যানে মাংস নিন। এবার রসুন ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এবার ৪ কাপ গরম পানি মিশিয়ে দিন মাংসে।