নারী ডেক্স: লন্ডনের রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন অ্যাপভিত্তিক উবারের ট্যাক্সি সার্ভিস।
লন্ডনের ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, লন্ডনে উবারের লাইসেন্স আর নবায়ন করা হবে না।
কারণ হিসেবে বলা হয়, উবারের কাজের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে করপোরেট দায়িত্বশীলতার ঘাটতি রয়েছে। যা জনগণের নিরাপত্তার জন্য ক্ষতিকর।
তবে উবার জানিয়েছে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিপক্ষে আদালতে যাবে তারা। আপিল করার জন্য তারা ২১ দিন সময় পাবে। উবারের চলতি লাইসেন্সের মেয়াদ রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত অবশ্য উবারের ট্যাক্সি চলতে বাধা নেই।
উবার জানিয়েছে, লন্ডনে ৪০ হাজার চালক উবারের অ্যাপ ব্যবহার করে গাড়ি চালায় এবং সাড়ে তিন মিলিয়ন যাত্রী ওই গাড়ি ব্যবহার করে।
এক বিবৃতিতে উবার জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকে জানানো হবে, লন্ডনে কোনো উদ্ভাবনী কাজকে উৎসাহিত করা হয় না।
এই সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ্যাপ ব্যবহার করে সেবা নেন যাত্রীরা।
যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকোভিত্তিক অনলাইন ট্র্যান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানি উবারের দাবি, বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরের মানুষ তাদের অ্যাপ ব্যবহার করে প্রতিদিন গড়ে ৫০ লাখের বেশিবার ট্যাক্সিতে চড়ছে।