লন্ডনের বাসিন্দা মিশকাত চৌধুরী পড়া লেখা গণিত শাস্র নিয়ে- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। অথচ সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর মায়ের একান্ত আগ্রহ ও চর্চায় এই শাখায় বিচরণ সেই ছোট বেলা থেকেই। এ পর্যন্ত অনেক কবিতা লিখেছেন। তার ভাবনাগুলো নিয়ে বই বেরিয়েছে- মিশকাতের ভাবনা নামে । নারীতে তিনি নিয়মিত লিখবেন।আগামীকাল মাকে নিয়ে লেখা কবিতা প্রকাশিত হবে এই কলামে।
শেষ প্রশ্ন
মিশকাত চৌধুরী
এলো মেলো ঘরখানি আজ দেখছি চেয়ে কেবল
তুমি ছিলে আমি ছিলেম আমরা ছিলাম যুগল
বহু বছর পার করেছি ছিল না যে আঁচল
ভেবেছিনু মোদের মাঝে হৃদ্যতা থাকবে সচল
বীণার তারে সুর কেটেছে কেটে গেছে বেলা
জীবন নদী পার করেছি কোন কাজে করি নি কো হেলা
সবুজের ঐ দেশ ছেড়েছি কত বছর আগে
ঝরা পাতার দেশ তো আর দেহে সহে না যে
সব ছেড়ে এসেছি যে পশ্চিমেরই দেশে
ভাবি নি তো কি পাব আর কি হারাব জীবন নদীর বাঁকে
চলছে জীবন করছি যাপন আমরা কি গো সত্যি আপন
জানতে গিয়ে ভাবি শুধু উত্তর তো পাই নি কভু
বলবে কি গো বলবে মোরে জানতে চাই যে শেষ বিকেলে
পাব কি মোর উত্তর খানি তোমার কোন কথার ছলে