রোজকার খাবারটাকেই একটু আলাদা স্বাদে, গন্ধে পরিবেশন করে প্রিয়জনের মুখে তুলে দেয়ার আনন্দই আলাদা। মাংসের সাথে দইয়ের সমন্বয়ে মাংসের স্বাদ বেড়ে যায় আরো কতগুন কে না জানে। দই দিয়ে এবারের রেসিপিগুলো একটু ফিউশন, দেশি মাংস একটু অন্যরকম স্বাদে।
যা লাগবে:
-গরু বা খাসীর কিমা এক কেজি
-জয়ফল এক চা চামচ
-জয়ত্রী এক চা চামচ
-কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ
-লং, মেথী, জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি সব একসাথে তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ো করে, সেখান থেকে এক চা চামচ
-আদা, রসুন বাটা দুই চা চামচ করে
-পেয়াঁজ কুঁচি এক টেবল চামচ
-কাঁচামরিচ কুঁচি স্বাদমত
-পুদিনা পাতা বাটা দুই টেবল চামচ
-লবন স্বাদমত
-দই পরিমানমতো
যেভাবে প্রস্তুত করবেন:
পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি বাদে বাকী সব উপকরণ গুলো মেখে ঘন্টা তিনেক রেখে দিতে হবে। দই, মাংস, মশলা সব একসাথে মিশে গেলে, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি মেখে ছোট ছোট বল বল আকারে বানিয়ে নেয়া যায়। কেউ ইচ্ছে করলে লম্বা লম্বা করেও বানাতে পারেন কিংবা সাসলিক এর কাঠিতে জড়িয়ে শিক কাবাব টাইপ করে বানিয়ে নিবেন। দশ মিনিট আগে থেকে ওভেন ১৮০ ডিগ্রী গরম করে রাখবেন। ১৮০ ডিগ্রীতে বিশ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে।