অনলাইন ডেক্স: বাবা-মা ধূমপায়ী হলে সন্তানের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশংকা থাকে। ধূমপানের অভ্যাসের কারণে শিশুদের অ্যাজমা বা হাঁপানির মতো রোগ হতে পারে।
ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি ইন্টারন্যাশনাল কংগ্রসের (ইআরএস) গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
১৩ হাজার নারী ও পুরুষের ওপর গবেষণা পরিচালনা করা হয়। এরা সবাই সন্তান জন্মের আগে বা পরে ধূমপায়ী ছিলেন।
গবেষণায় দেখা গেছে, যে সব বাবা সন্তানের ১৫ বছর বয়স পর্যন্ত ধূমপান করেছেন, তাদের সন্তানের অ্যালার্জিক অ্যাজমা হয়। এ ছাড়া নারীদের ধূমপানের অভ্যাস থাকলে গর্ভাবস্থাতেই সন্তানের অ্যাজমা হয়ে যেতে পারে।
এছাড়া সন্তান জন্মের আগেই যারা ধূমপান ছেড়ে দিয়েছিলেন তাদের সন্তানেরও অ্যাজমা হয়েছে গবেষণায় এমনটাই দেখা গেছে