আরো এক রেকর্ডের পথে চীন। চালু হলো বিশ্বের দীর্ঘতম বুলেট ট্রেন রুট। চীনের পূর্ব উপকূল থেকে চালু হয়ে এই ট্রেন যাবে চীনের দক্ষিণ-পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলে যাবে এই দ্রুতগতির ট্রেন। ২,২৫২ কিলোমিটার লাইনে চলবে এই ট্রেন।
এই সাংহাই-কাংমিন রেললাইন যাবে ঝেজিয়াং, জিয়াংজি, হুনান, গুইঝৌ ও ইউনান প্রদেশের উপর দিয়ে গেছে। যেখানে সাংহাই থেকে কাংমিন যেতে সময় লাগত ৩৪ ঘণ্টা, সেখানে ১১ ঘণ্টাতেই যাওয়া যাচ্ছে সেই রাস্তা। বুলেট ট্রেনের ক্ষেত্রে এটাই দীর্ঘতম রেললাইন। এছাড়া ২২৯৮ কিলোমিটারের সাধারণ রেললাইন রয়েছে চীনে। সেই বেইজিং- গুয়ানঝৌ রেললাইন চালু হয় ২০১২ সালে।
চীনের পরিকল্পনা রয়েছে ২০৩০ সালের মধ্যে ৪৫০০০ কিলোমিটার বিস্তৃত হবে এই রেললাইন। নতুন এই রেললাইন চালু হওয়ার কারণে চীনের প্রায় সব প্রদেশের মধ্যে যোগাযোগ তৈরি হলো। ভারতসহ বিভিন্ন দেশে এই বুলেট ট্রেনের প্রযুক্তি বিক্রিও করছে চীন।