প্রচ্ছদ আন্তর্জাতিক ভোটার নিবন্ধন না করলে যৌন সম্পর্ক নয়!

ভোটার নিবন্ধন না করলে যৌন সম্পর্ক নয়!

0
অনলাইন ডেস্ক: স্বামী যদি ভোটার হিসেবে নিবন্ধন না করে তাহলে তাদের যৌন সম্ভোগ থেকে বিরত রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এক কেনীয় এমপি। মোম্বাসার নারী সংসদ সদস্য মিশি এমবোকো বলেন, এটাই হবে বিরোধী দলের বিরুদ্ধে ভোট জড়ো করার কার্যকর পদ্ধতি।
তিনি বলেন, নারীরা, এই কৌশল তোমাদের অবলম্বন করতে হবে। এটাই সর্বোত্তম নীতি। যতক্ষণ তারা তোমাদের ভোটার কার্ড না দেখাচ্ছে ততক্ষণ তোমরা তাদের সঙ্গে যৌন সম্পর্ক করো না।
এমবোকো বলেন, যৌন সম্পর্ক থেকে বিরত রাখলে অনিচ্ছুক পুরুষরা দৌড়ে গিয়ে ভোটার নিবন্ধন করবে। সোমবার থেকে শুরু হওয়া এই নিবন্ধন ফেব্রুয়ারির ১৭ তারিখ পর্যন্ত  চলবে কেনিয়াতে। তিনি বলেন, তার স্বামী এই নীতির ভুক্তভোগী হবে না কারণ ইতিমধ্যে সে নিবন্ধন করে ফেলেছে।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। তার বিরুদ্ধে এমবোকোর দল ওডিএমসহ বিরোধী দল জোট গঠন করে নির্বাচন করবে। এমবোকো বলেন, বিরোধী জোটের জেতার ভালো সম্ভাবনা আছে যদি সমর্থকরা বিপুল পরিমাণে ভোটার হিসেবে নিবন্ধন করে।
-বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here