অনলাইন ডেক্স: ইরানকে ৫২৮ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনজাদ এ কথা জানিয়েছেন।
তবে ইরানে আটক দুই ব্রিটিশ নাগরিক নাজানিন ও র্যাটক্লিফের মুক্তির সঙ্গে ৫২৮ মিলিয়ন ডলার ফেরত দেয়ার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
তারা এখন ইরানের কারাগারে রয়েছেন। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে, ব্রিটিশ সরকার নাজানিন ও র্যাটক্লিফের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ পরিশোধের কথা বিবেচনা করছে।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ঋণের বিষয়টির সঙ্গে নাজানিন-র্যাটক্লিফের ঘটনার কোনো যোগ নেই।