প্রচ্ছদ বিনোদন অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই

অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই

0
‘স্টার ওয়ারস’ সিরিজের জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই। গতকাল মঙ্গলবার ৬০ বছর বয়সে হলিউড এই তারকা মারা যান। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
খবরে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েক দিন পর মারা গেলেন ক্যারি ফিশার।
গত শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলসগামী একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমান অবতরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে ক্যারি ফিশার সবাইকে ছেড়ে চলে যান।
পারিবারিক বিবৃতিতে জানানো হয়, ক্যারি ফিশার সবার ভালোবাসার মানুষ ছিলেন। তার জন্য যারা প্রার্থনা করেছেন, পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ।
ক্যারি ফিশারের মৃত্যুতে তার স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাক্সক্ষী ও অগণিত ভক্ত শোক-শ্রদ্ধা জানাচ্ছেন।
‘স্টার ওয়ারস’ সিরিজে রাজকুমারী লেইয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ক্যারি ফিশার।
এ সিরিজের অষ্টম পর্ব আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ক্যারি ফিশার ১৯৮০’র দশকে গীতিকার ও গায়ক পল সিমনকে বিয়ে করেন। তার কন্যার নাম বিলি। তিনিও একজন অভিনেত্রী।
পূর্ববর্তী নিবন্ধবিশ্বের দীর্ঘতম ‘বুলেট’ ট্রেন লাইন
পরবর্তী নিবন্ধপুরুষ আত্মীয় ছাড়া রাস্তায় বের হবার অপরাধে মহিলার শিরশ্ছেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here