প্রচ্ছদ আন্তর্জাতিক আফগানিস্তানে বিমান হামলায় ১১ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানে বিমান হামলায় ১১ আইএস জঙ্গি নিহত

0

অনলাইন ডেস্ক: আফগান বিমান হামলায় বুধবার দেশটির পূর্ব নানগার প্রদেশের গোপন আস্তানায় ১১ জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। খবর সিনহুয়া’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বুধবার বেলা ১১টার দিকে নানগার প্রদেশের হাসকা মিনা জেলার দিওয়ানা বাবা গ্রামে জঙ্গিদের গোপন আস্তানায় বিমান বাহিনীর বিমান হামলা চালায়। এতে ১১ জঙ্গি নিহত হয়।’
আইএস জঙ্গিরা রাজধানীর কাবুলের পূর্ব দিকে ১২০ কিলোমিটার দুরে জালালাবাদের পাশাপাশি নানগার প্রদেশে সরকারের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে।
-বাসস
পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভ মিছিল করবেন সালমান শাহ্ ভক্তরা
পরবর্তী নিবন্ধএ যুগের আইনস্টাইন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here