প্রচ্ছদ বাংলাদেশ আবারো মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন, তীব্র প্রতিবাদ ঢাকার

আবারো মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন, তীব্র প্রতিবাদ ঢাকার

0
অনলাইন ডেক্স: মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর আবারো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে  শুক্রবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র ধরিয়ে দেয়া হয় তার হাতে।
বাংলাদেশ মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে।
এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়।
পূর্ববর্তী নিবন্ধপুলিৎজার প্রাইজ এবং হলুদ সাংবাদিকতা 
পরবর্তী নিবন্ধলন্ডনে টিউবট্রেনে বিস্ফোরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here