ইফতারে পিঁয়াজু, বুট, খিচুরি, পোলাও কমবেশি সবাই তৈরি করেন। তার সাথে বাড়তি স্বাদের ইচ্ছে হলে মজাদার মুরগির হালিমের তুলনা নেই। আসুন জেনে নেই কি ভাবে তৈরি করা হয় সুস্বাদু এই হালিম।
প্রণালি: গম, মাষকলাই ডাল ও মুগ ডাল টেলে নিন। চাল, ডাল ও গম সেদ্ধ করে বেটে নিন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে সব মসলা ও মুরগি দিয়ে কষান। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হলে বাটা ডালের মিশ্রণ ও পরিমাণমতো পানি দিয়ে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে বাটিতে ঢেলে, আদা কুচি, ধনে পাতা, মরিচ, বেরেস্তা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।