প্রচ্ছদ বৃটেন এবার থামছে ঐতিহ্যবাহী বিগ বেনের ধ্বনি!

এবার থামছে ঐতিহ্যবাহী বিগ বেনের ধ্বনি!

0
নকশা থেকে নির্মাণ সম্পূর্ণ হয়ে যাত্রা শুরু করেছিল সেই ১৮৫৫ সালে৷ তার পর থেকে লন্ডনের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে এলিজাবেথ টাওয়ার৷ লন্ডনবাসী যাকে ভালবেসে ডাকে বিগ বেন নামে৷ দেড়শ’ বছরেরও বেশি সময় ধরে লন্ডনবাসীর ঘুম ভাঙাচ্ছে ৯৬ মিটার লম্বা এই ক্লক টাওয়ার৷ এবার স্তব্ধ হতে চলেছে সেই ধ্বনি৷ না চিরকালের জন্য নয়, আগামী তিন বছরের জন্য৷
আসলে, ঐতিহ্যবাহী এই ঘড়িটির সংস্কার প্রয়োজন৷ সেই কারণেই সম্প্রতি বিল পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে৷ এর জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সেই কাজই শুরু করা হবে নতুন বছরের শুরু থেকে৷ জানা গেছে, ইতিমধ্যেই ক্লক টাওয়ারে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
পার্লামেন্ট সূত্রে জানা গেছে, শুধু সংস্কার নয় অনেকটাই নতুন করে সাজানো হবে বিগ বেনকে৷ ঘড়ির প্রযুক্তি আরও উন্নত করা হবে, পেন্ডুলামটিও সারানো হবে৷ একটি লিফটের ব্যবস্থা করা হবে ক্লক টাওয়ারের ভেতরে যাতে পর্যটকদের আর উপরে উঠতে কোনোরকম অসুবিধা না হয়৷ শেষবার ২০০৭ সালে সংস্কার করা হয়েছিল লন্ডনের গ্রেট বেল৷ সেবার কাজ চলেছিল প্রায় ন’মাস ধরে।
সূত্র: সংবাদ প্রতিদিন
পূর্ববর্তী নিবন্ধম্যাকবুক প্রো ২০১৬ আনলো কম্পিউটার সোর্স
পরবর্তী নিবন্ধঅপশক্তির হাত থেকে দেশকে রক্ষার আহব্বানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করলো যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর চেশিয়ার এন্ড নর্থওয়েলস শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here